বেসুরোদের জন্য বার্তা! ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান’: মমতা বন্দ্যোপাধ্যায় 



উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির তৃণমূল কর্মীদের নিয়ে আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলাতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তবে এদিন বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল ভুলে একযোগে লড়াইয়ে নামার নির্দেশ দেন নেত্রী। এছাড়া উত্তরের হারানো জমি পুনরুদ্ধারে পূর্বের কাজের খতিয়ানও দেন মমতা।



আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে বেসুরোদের জন্যও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ-বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি লোভ-ভোগে ভরে গেছে।’



প্রসঙ্গত, সম্প্রতি একে একে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান করছে। কিন্তু তাতে মাথা নেই তৃণমূলের। এদিনের সভা থেকে তিনি বেসুরোদের উদ্দ্যেশে বার্তা দিলেন।