Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছন্দপতন! পিছিয়ে গেল ভারতের চন্দ্রযান অভিযান 'মিশন টু মুন'




ছন্দপতন! পিছিয়ে গেল ভারতের চন্দ্রযান অভিযান 'মিশন টু মুন'




পিছিয়ে গেল ভারতের চন্দ্রযান অভিযান 'মিশন টু মুন'। এমনটাই জানালো ইসরো। ভারতের তৃতীয় চন্দ্র মিশন আপাতত স্থগিত রাখা হয়েছে। সম্ভাব ২০২২-এ এই হবে এই মিশন‌। 



ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান কে শিবান জানিয়েছেন, চন্দ্রযান মিশন স্থগিত। এই চন্দ্রাভিযান ছিল ভারতের তৃতীয় মিশন। ভারতের এই 'মিশন টু মুন' আপাতত স্থগিত রাখা হল। চন্দ্রযান-৩ উৎক্ষেপণ হবে সম্ভবত ২০২২ সালে। চলতি বছর শেষের দিকে এই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তা করা সম্ভব হচ্ছে না। 




লকডাউনের জেরে ইসরোর একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে যার মধ‍্যে একটি উল্লেখযোগ‍্য প্রকল্প ছিল চন্দ্র অভিযান ৩। সম্ভবত গগনযানেরও মহাকাশে যেতে বিলম্ব হতে পারে। তবে চন্দ্রযান-৩-এর কোনও অরবিটার থাকবে না। তৃতীয় এই চন্দ্র অভিযান সফল করাই লক্ষ‍্য ইসরোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code