Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়




গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় 



ধূপগুড়িঃ 


গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া গ্রামের প্যাঁচার বাড়ী এলাকায় । 



স্থানীয় সূত্রে জানা যায় বয়স চল্লিশের পরিমল রায় নামে এক ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতে কেরালায় থাকে । বাড়িতে থাকে তার স্ত্রী মনিবালা রায় ও তার দুই সন্তান একজনের নাম কল্যাণ রায় ও অপরজনের নাম হিরণ্য রায় । গতকাল রাত্রে পরিমলের সাথে মনিবালার ফোনে তীব্র বচসা হয় । অনুমান করা হচ্ছে বিবাদের জেরেই এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । 



বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ পরিমল বাবুর ছেলে ঘুম থেকে উঠে দেখে তার মা ঘরের বাটামে ঝুলছে । চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে । তড়িঘড়ি গৃহবধূকে বাঁচানোর জন্য ফাঁসের শাড়ি কেটে গৃহবধূকে মাটিতে নামানো হয়, ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে । খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর দেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code