Latest News

6/recent/ticker-posts

Ad Code

মধ্যবিত্তের মাথায় হাত, এবার কেরোসিনের উপর থেকে ভরতুকি উঠিয়ে নেওয়া হচ্ছে

মধ্যবিত্তের মাথায় হাত, এবার কেরোসিনের উপর থেকে ভরতুকি উঠিয়ে নেওয়া হচ্ছে



মধ্যবিত্তের মাথায় হাত।এবার কেরোসিনও ভরতুকিহীন হতে চলেছে।তবে রাতারাতি নয়;অল্প অল্প করে দাম বাড়িয়ে এবার পুরোপুরি ভরতুকি উঠে যাচ্ছে নিত‌্যদিনের এই জ্বালানির উপর থেকেও।

পেট্রল-ডিজেলের উপর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে যেভাবে কয়েক বছর আগে পুরোপুরি ভরতুকি তুলে নেওয়া হয়েছে সেই একইভাবে কেরোসিন থেকে ভরতুকি তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারের খোলা দামেই পেট্রল, ডিজেল কিনতে হয় দেশের মানুষকে। বর্তমানে গণবণ্টন ব‌্যবস্থায় দেশের সাধারণ মানুষকে কেরোসিনের জোগান দেওয়া হয়। রান্নার জ্বালানি এবং আলোর জন‌্য প্রান্তিক অঞ্চলেই যার প্রধানত ব‌্যবহার।


এবার জ্বালানির উপর থেকেও পুরোপুরি ভরতুকি প্রত‌্যাহার করা হল।অল্প হারে দাম বৃদ্ধি করে ১ এপ্রিল তা পুরোপুরি প্রত‌্যাহার করা হবে। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী সোমবার বাজেট প্রস্তাব পেশ করার সময় এপ্রিল থেকে শুরু হতে চলা আগামী অর্থবর্ষে কেরোসিনে ভরতুকির জন‌্য কোনও অর্থ বরাদ্দ রাখেননি।মার্চে শেষ হতে চলা চলতি অর্থবর্ষে কেরোসিন বাবদ সরকারের তরফে ২৬৭৭.৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। আগের বছর এই খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৪০৫৮ কোটি টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code