Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ‍্য পুলিশের SI পদে নিয়োগ, এখুনি আবেদন করুন



রাজ‍্য পুলিশের SI পদে নিয়োগ, এখুনি আবেদন করুন



রাজ‍্য সরকারের অধীনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের আওতায় রাজ‍্য পুলিশে এস. আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজ‍্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর (আন আর্মড ব্রাঞ্চ) এবং সাব ইন্সপেক্টর অফ পুলিশ (আর্মড ব্রাঞ্চ) ২০২০ নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। 


বয়স সীমা: ০১/০১/২০২১ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ‍্যে। বয়সের উচ্চসীমার ক্ষেত্রে এসসি ও এসটি ৫ বছরের ছাড় পাবে এবং ওবিসি হলে ৩ বছরের ছাড় মিলবে। 


শিক্ষাগত যোগ‍্যতা: প্রার্থীকে অবশ‍্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাশ করা হতে হবে। 


আবেদন গ্রহন শুরু হয়েছে ২২শে জানুয়ারি ২০২১ থেকে তা চলবে ২০ই ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত। 


বিস্তারিত জানতে ক্লিক করুন- অফিশিয়াল নোটিফিকেশন 

আবেদনের জন‍্য ক্লিক করুন- আবেদন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code