১০ দফা দাবি নিয়ে কলকাতার মিছিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির 



মিছিল নগরী কলকাতা আবার সাক্ষী থাকলো গৃহ শিক্ষকের মিছিলের। 6 ই জানুয়ারি সমগ্র ভারত বর্ষের মধ্যে এই প্রথম পশ্চিম বঙ্গে কলকাতার বুকে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি মিছিল করে 10 দফার দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে এক বিশাল সমাবেশ করলো।এই সমাবেশে অংশ গ্রহণ করেছিল 19 টি জেলার প্রায় 6 হাজার গৃহ শিক্ষক ।



উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি স্বপন সরকার, সহ সংগঠনের আইনি কমিটির চেয়ারম্যান হীরালাল মণ্ডল ও বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক মহাশয় রা। উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সেন্টার অফ প্রটেকশন অফ্ ডেমোক্রেসি rationalism of India র সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ, CPDRI এর উত্তর 24 পরগনার মহিলা ওয়ার্কিং প্রেসিডেন্ট কবি অগ্নিশিখা সহ হিউম্যান রাইটস এর প্রতিনিধির।



গৃহ শিক্ষকদের পেশার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে বামফ্রন্টের আমল থেকেই। কিন্তু কোন সরকারি এদের গুরুত্ব দেয় নি।ফলে আইন থাকলেও স্কুল শিক্ষকরা আইনের তোয়াক্কা না করে পড়িয়ে যাচ্ছেন। নিজের পায়ে দাড়াতে চাওয়া শিক্ষিত বেকাররা পড়েছেন সমস্যায়। সরকারের কাছে তাদের পেশার স্বীকৃতির দাবিতে এবং স্কুল শিক্ষকদের অনৈতিক প্রাইভেট টিউশন এর বিরুদ্ধে বহু বার করেছে আন্দোলন। বাধ্য হয়ে এবার নামতে হয়েছে কলকাতার রাজপথে।রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন।


এই মানবিক সরকার তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে কতটা সচেষ্ট ভূমিকা নেয় সেটাই হল এখন দেখার বিষয়।।

পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল‍্যাণ সমিতি যে 10 দফা দাবিগুলি সমাবেশে উত্থাপন করা হয়েছে সেগুলি হলো।

(১) গৃহশিক্ষকতা পেশাকে সরকারি পেশা হিসেবে নথিভুক্তকরণ।

(২) প্রতিটি গৃহশিক্ষক শিক্ষিকাকে সরকারি পরিচয় পত্র দান।

(৩) গৃহশিক্ষক পর্ষদ গঠন।

(৪) শিক্ষার অধিকার আইনকে যথাযথ বলবত করতে হবে।

(৫) সরকারি ও সরকার পোষিত স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধে কঠোর নজরদারির ব‍্যবস্থা ও হস্তক্ষেপ।

(৬) KOLKATA GAZETTE -এ Personal Interest কথাটি তুলে দিয়ে Any Sort of Private Tuition কথাগুলি লিখতে হবে। এবং KOLKATA GAZETTE এই শাস্তির উল্লেখ করতে হবে।

(৭) স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন কে ফৌজদারী অপরাধ হিসাবে গন‍্য করতে হবে।

(৮) প্রাইভেট টিউশনরত সরকারি স্কুলশিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন‍্য একটি স্বতন্ত্র সেল তৈরী করতে হবে।

(৯) স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

(১০) অবিলম্বে সমস্ত স্বাস্থ্য সুরক্ষা বলয় তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার চালু করতে হবে।