জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান অখিল ভরত বিদ্যার্থী পরিষদের


সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান

কয়েক দফা দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও জেলাশাসকের কাছে স্মারক লিপি প্রদান করনি বিজেপির যুব সংগঠন এ.বি.ভি.পি। 

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবী সমূহ গুলি হলো পশ্চিমবঙ্গে সকল নারীর সুরক্ষার ব্যবস্থা করা,বেকারত্ব দূর করা। সরকারের দূর্নীতি নিয়ে যে সব বিরোধী দলের যুব সংগঠন মুখ খুলছে,তাদের মিথ্যা কেস দিয়ে জেলে বন্দী করা বন্ধ করতে হবে। একিসঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে কলেজ সর্বত্র ছাত্র ভর্তীর নামে সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে হবে।


সিঙ্গুর আন্দলনের বিষয়ে বলেন সিঙ্গুর আন্দলনে বাংলাকে পিছনে ফেলে দিদিমনির উত্থান হয়েছে।দিদিমনি বলেছিলেন বদলা নয় বদল চাই,দিদিমনি বদলেছেন পশ্চিম বঙ্গের কালারটা বোদলেছে,পশ্চিম বাংলার চরত্রটা বদলেছেন।দিদিমনি যুবশ্রী,কণ্যাশ্রী বলছেন আসলে বাংলাটা এখন হতশ্রীতে পরিনত হয়েছে।