৩১শে জানুয়ারি প্রাইমারি TET এর ADMIT CARD DOWNLOAD কিভাবে করবেন, জেনে নিন
প্রাইমারি টেট ২০১৭ এর পরীক্ষা ৩১শে জানুয়ারি নির্ধারিত হয়েছে, আগামী ৩১শে জানুয়ারি দুপুর ১টায় হতে চলেছে প্রাইমারি টেট l
এই টেট এর এডমিট কার্ড ডাউনলোডের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা দপ্তর l
কিভাবে ডাউনলোড করবেন এডমিট দেখে নিন --
প্রথমে,
www.wbbpe.org
অথবা http://wbbprimaryeducation.org
ওয়েবসাইটে গিয়ে "Download my tet-2017admit card " ক্লিক করুন, এখানেA অথবা B অপসনে গিয়ে জেলা, অনলাইন এপ্লিকেশন নম্বর, নাম ও জন্ম তারিখ সাবমিট করতে হবে l
এরপরে প্রিন্ট আউট বের করে নিন l
এপ্লিকেশন করার সময় যে নাম ও জন্ম তারিখ দিয়েছেন তা ভুল দিলে এডমিট ডাউনলোড হবে না l
পরীক্ষার দিন এই ডাউনলোড করা এডমিট নিয়ে যাওয়া অবশ্যক l
পরীক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ রয়েছে l
এডমিট ডাউনলোডে কোনো অসুবিধা হলে হেল্প লাইন নম্বর 8902081201যোগাযোগ করা যাবে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊