'বিজেপি করোনাভাইরাসের থেকেও ভয়ঙ্কর'-নুসরত 


ওয়েবডেস্কঃ 

“বিজেপি করোনাভাইরাসের থেকেও ভয়ঙ্কর। তাই বাঁচতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে।” লোকসভা কেন্দ্র বসিরহাটের সভামঞ্চ থেকে একথাই বললেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান । 


দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরের এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ নুসরত।  বসিরহাটের সভামঞ্চ থেকে এদিন তিনি বললেন, দিল্লি, মুম্বই থেকে বহিরাগত নেতাদের বাংলায় নিয়ে এসে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। এই সমূহ সমস্যাকে সমূলে উৎখাত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করতে হবে।


এদিন সাংসদ অভিনেত্রী বসিরহাটের জনতার উদ্দেশ্যে বলেন, বিজেপি টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে।বাংলার সংস্কৃতির ধার তারা ধারে না। বিজেপি নেতাদের বিশ্বাস করবেন না। ওদের বিশ্বাস করলে ওরা ক্ষতি করবে। ওরা মানুষের পাশে থাকে না, সব সময় নিজেরটা নিয়ে চিন্তাভাবনা করে। করোনাভাইরাস মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে কিন্তু করোনার থেকে থেকে বেশি ভয়ঙ্কর ভারতীয় জনতা পার্টি। তাই এই করোনা থেকে সুস্থভাবে বাঁচতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। এদিকে শাসকদলের সাংসদ অভিনেত্রীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির নেতারা।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।