Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংগঠনকে শক্তিশালী করতে কোমর বেঁধে নেমে পড়েছেন AKSU জেলা এবং ব্লক নেতৃত্বরা




সংগঠনকে শক্তিশালী করতে কোমর বেঁধে নেমে পড়েছেন AKSU জেলা এবং ব্লক নেতৃত্বরা 



বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাত ময়নাগুড়ির উত্তর ভূসকাডাঙা বেগমরোকেয়া জুঃ হাই মাদ্রাসা স্কুলের মাঠে আকসু-র (AKSU) পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় । এদিন উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সভাটির শুভ সূচনা হয় । এবং পরে সভায় সাংগঠনিক কাজ কর্মের সমস্ত দিক তুলে ধরেন জলপাইগুড়ি জেলা আকসু (AKSU) সভাপতি সুমন রায় । নিখিল কুমার রায়ের নেতৃত্বে এই সভাটি অনুষ্ঠিত হয় বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে।

এদিন উপস্থিত ছিলেন, সভাপতি বিজেন্দ্র রায় ডাকুয়া, জেলা সভাপতি অনিল চন্দ্র রায় KPP(U) , KPP(U) জলপাইগুড়ি জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, ময়নাগুড়ি ব্লক KPP(U) সভাপতি দিপক রায়, সম্পাদক মন্টু রায়, আসকু ময়নাগুড়ি ব্লক সম্পাদক রমেন আধিকারী, প্রেমানন্দ রায় সহ প্রমুখেরা । 


আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে মোট ৩০ জন রাজবংশী কামতাপুরি জন জাতির মানুষ আকসুতে যোগদান করেন । নিজের সংগঠনকে মজবুত করতে এই সভা বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code