শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে শুরু হল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান


শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে শুরু হল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান। কিভাবে সকলকে এই ভ‍্যাকসিন দেওয়া হবে তা নিয়ে দিনভর মহড়া চলে জলপাইগুড়ি‌তে।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত কোভিড ভ্যাকসিনের ড্রাই রান মহড়ায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গেরর করোনা বিষয়‌ক স্পেশাল অফিসার ডাঃ সুশান্ত রায়। তিনি জানান, মু্খ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ‍্যোগে এরাজ‍্যেও খুব শীঘ্রই করোনা ভ‍্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই ভ‍্যাকসিন। 

প্রাথমিক‌ভাবে উত্তর‌বঙ্গে‌র প্রায় দেড় লক্ষ স্বাস্থ্য কর্মীদের এই ভ‍্যাকসিন দেওয়া হবে বলে জানান উত্তর‌বঙ্গে‌র করোনা বিষয়‌ক স্পেশাল অফিসার ডাঃ সুশান্ত রায়।