Latest News

6/recent/ticker-posts

Ad Code

তীব্র ঠান্ডার মধ্যে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ অরণ্য বন্ধুরা

তীব্র ঠান্ডার মধ্যে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ অরণ্য বন্ধুরা 



তীব্র ঠান্ডার মধ্যে জলপাইগুড়ির অরণ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ অরণ্য বন্ধুর সদস্যরা।


দীর্ঘ 84 দিন পার হবার পর ও তাদের দাবি নিয়ে বনো আধিকারিকরা   কোন সুরাহার পথ বের করতে পারেননি।


তাই আজও এই তীব্র ঠান্ডার মধ্যে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে অরণ্য বন্ধুরা‌। তাদের দাবি বেতন কাঠামো চালু ও সরকারি স্বীকৃতি। উত্তরবঙ্গের 146 জন অরণ্য বন্ধুরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। 


এদিকে দীর্ঘ প্রায় তিন মাস কাজে না যাবার জন্য পড়েছে সংসারে টান বলে এক অরণ্য বন্ধু  অনন্ত রায় জানিয়েছেন। কিন্তু আজ পযর্ন্ত আন্দোলন চালিয়েছে যাবার পরও হচ্ছে না কোন সুরাহা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code