ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩ টি তেজস যুদ্ধবিমান



ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা নতুন করে বলার কিছু নেই। লাদাখের গালওয়ান উপত্যকায় গত বছরের জুন মাসে চীনে সেনাবাহিনীর হাতে ভারতীয় সেনাবাহিনীর শহীদ হন। এরপর থেকে অনেক জল গড়িয়ে গিয়েছে।কেন্দ্রীয় সরকার চীনের বিভিন্ন অ্যাপ বন্ধ করে দিয়েছে।

প্রতিনিয়ত চিন ও পাকিস্তান দুই বন্ধু দেশ ভারতের উপরে হামলা করার ছক কষছে। কিন্তু ভারতে এবার সেইমতো প্রস্তুতি নিচ্ছে। 

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় তেজস যুদ্ধবিমান বায়ুসেনার হাতে আসতে চলেছে।মোট ৮৩ টি যুদ্ধবিমান হাতে পেতে চলেছে ভারতীয় বায়ুসেনার ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 


প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এই কমিটির প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সময়ে মোট ৮৩ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার হ্যালের সাথে চুক্তিপত্র সেরে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

হ্যালের সাথে কেন্দ্রীয় সরকারের চুক্তি হয়েছে ৪৮ হাজার কোটি টাকার। এই চুক্তি এখনো পর্যন্ত দেশীয় সামরিক চুক্তির দিক থেকে সবার আগে। তবে হ্যাল ৫৬ হাজার পাঁচশ কোটি টাকা চেয়েছিল সরকারের কাছ থেকে। কিন্তু এই নিয়ে টানা দরকষাকষি চলে এক বছর ধরে। শেষ পর্যন্ত দর-কষাকষি শেষে ৪৮ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে।