জন্মদিনে কেক কেটে শ্রীঘরে ২
বিশ্বজিৎ দাস:-জন্মদিনে অনেকেই কেক কেটে উদযাপন করেন।জন্মদিনের সেলিব্রেশনে এ ছবি বড়ই স্বাভাবিক।সাধারণত আমরা জন্মদিনে কেক কাটার জন্য ছুরিই ব্যবহার করি।কিন্তু বন্দুক দিয়ে কেক কাটতে দেখা গিয়েছে সম্প্রতি।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উপলক্ষে বন্দুক দিয়ে কেক কাটা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।যা দেখে বেশিরভাগ মানুষই অবাক হচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই এলাকার পুলিশেরও নজর এড়ায়নি বিষয়টি। আর তারপরই প্রশাসন ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত শাহনওয়াজ ও তার বন্ধু শাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। শাহনওয়াজের জন্মদিন পালিত হচ্ছিল। সেখানে উপস্থিত ছিল শাকিবও। যে বন্দুকটি দিয়ে কেক কাটা হয়েছে সেটি এবং দু’টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।কীভাবে ওই যুবকরা আগ্নেয়াস্ত্রটি জোগাড় করল, তা পুলিশ খতিয়ে দেখছে।
बर्थडे पार्टी पर तमंचे से केक काटकर जश्न मनाते हुए सोशल मीडिया पर वायरल वीडियो के सम्बन्ध में थाना हापुड नगर पुलिस ने त्वरित कार्यवाही करते हुए 02 आरोपियों को किया गिरफ्तार, जिनके कब्जे से केक काटने में प्रयुक्त असलहा बरामद।@Uppolice@dgpup@adgzonemeerut#Hapurpolice pic.twitter.com/gfz6XSAsTb
— HAPUR POLICE (@hapurpolice) January 15, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊