Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনাকালে প্রয়াত ৩ চিকিৎসকের স্মরণে শোকসভার আয়োজন

করোনাকালে প্রয়াত ৩ চিকিৎসকের স্মরণে শোকসভার আয়োজন



করোনাকালে জলপাইগুড়ি শহরে প্রয়াত হয়েছেন ৩ করোনাযোদ্ধা চিকিৎসক। রবিবাসরীয় সন্ধ্যায় সদ্যপ্রয়াত ৩ চিকিৎসকের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। 

স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় প্রয়াত তিন চিকিৎসক অনন্ত রায়,নির্মলকান্তি আচার্য্য,স্মরণ দাশগুপ্তের পরিবারবর্গের পাশাপাশি হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। 

এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় স্মরণ সভা। পরে প্রয়াত চিকিৎসকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। প্রয়াত তিন চিকিৎসকই সমাজসেবামূলক নানা কাজে আত্মনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি স্টুডেন্ট হেলথ হোমের নানা কর্মকান্ডের সাথেও যুক্ত ছিলেন তারা। 

এদিন এই তিন চিকিৎসকের বহুধা বিস্তৃত কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। এদিনের স্মরণসভায় হাজির ছিলেন প্রয়াত চিকিৎসক স্মরণ দাশগুপ্তের ভাই তথা স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক চিকিৎসক পান্থ দাশগুপ্ত, সভানেত্রী অপর্ণা বাগচি, কার্যকরী সম্পাদক তথা চিকিৎসক পবিত্র গোস্বামী, অভয় ঘোষাল প্রমুখ। 

হোমের সহ সম্পাদক সুমন সরকার জানান, ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত চিকিৎসকদের স্মৃতিতর্পণ করা হল। এদের অকালমৃত্যুতে চিকিৎসা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code