'শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব'-কবে আসবে শীতকাল? 



'শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব'-কবির মতন অনেকেরই প্রিয় ঋতু শীত। কিন্তু কবে আসবে শীতকাল? 


সুপর্ণা না জানালেও আবাহাওয়া দপ্তর জানিয়েছে- পাহাড়ে শীত এসে পড়েছে ইতিমধ্যে। পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। এ দিন জলপাইগুড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কোচবিহারে ১৪.১ ডিগ্রি।উপকূলের দিঘায় সোমবার তাপমাত্রা রয়েছে ১৬.৯ ডিগ্রি। তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা উত্তরবঙ্গে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে দার্জিলিং ও কালিম্পঙে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।সিকিম ও অরুণাচলেও হতে পারে বৃষ্টি ও তুষারপাত।


একইসাথে অন্যদিকে শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে বুরেভি আছড়ে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ঘূর্ণিঝড় বুরেভির সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কেরলের দক্ষিণ অংশেও।