আগামীদিনে সবকিছুর ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেব, ভোট আসছে, বাংলাতো টার্গেট হবেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রকে নিশানা মমতার। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলা বঞ্চিত দিল্লির কাছে। রাজ্যের যে প্রকল্প চলছে, তা বিজেপির কথায় করব কেন? কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে প্রতিমুহূর্তে হয়রানি করে। ৮০ শতাংশ রাজ্যের থেকে নিয়ে রাজা হলাম, হবে না। রাজ্য সরকার কৃষকদের সব ব্যাপারে সাহায্য করে। আমরা ভাল কাজ করছি বলেই খুব হিংসা। বহিরাগত গুন্ডা এসে বলছে গণতন্ত্রে এসব চলতে পারে না। আমফানে শুধু ১ হাজার কোটি টাকা অগ্রিম দিয়েছে।’
পাশাপাশি আম্ফানের অডিট নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাঁদের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় কেন্দ্র কতটা সাহায্য করেছে সে বিষয়েও তোপ দাগেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘বই লিখে, গানের সিডি বিক্রি করে আমার চলে যায়। আমফানে অডিট নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। রাজ্যের কথা না শুনে কেন্দ্রকে দিয়ে করানো হচ্ছে। রাজ্যকে শুধুই বদনাম করার চেষ্টা চলছে। করোনা মোকাবিলায় কী দিয়েছে, শুধু কয়েকটা ভেন্টিলেটর।'
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আগামীদিনে সবকিছুর ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেব। ভোট আসছে, বাংলাকে তো টার্গেট করবেই। আমি রুশ, ভিয়েতনাম, নাগা, মরাঠিদের ভাষা জানি। যে যে ভাষা জানি, করবেন নাকি চ্যালেঞ্জ? অনেকে টেলিপ্রম্পটারের সাজানো লেখা দেখে ভাষণ দেন। যত বাহিনী আছে, নিয়ে আসুন, পারবেন না।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊