ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি ও দশম শ্রেণির পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের 


কোভিড সংক্রমণের জেরে সারা বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি। সংক্রমণ রুখতে নানাবিধ নিয়ম কানুনের মধ্য দিয়ে জীবন কাটছে বিশ্ববাসীর। ইতিমধ্যে গত মার্চ মাস থেকেই বন্ধ স্কুল- কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হলেও স্কুল কলেজে মেলেনি ছাড়। ফলে ছাত্র ছাত্রীদের বর্তমান ক্লাস নিয়ে চিন্তার ভাঁজ। তবে, আগেই জানা গিয়েছিল পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। এবার মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল। 


এদিন মধ্য শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল করোনা পরিস্থিতিতে কোনও বার্ষিক পরীক্ষা এবার হবে না। পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। 

পাশাপাশি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও রকম টেস্ট পরীক্ষা ছাড়াই বোর্ডের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক টেস্টও এবার হবে না।প্রয়োজনে আগে স্কুল মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নিতে পারে। 



তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ট থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হলেও স্কুল খোলার পর আগে নতুন সিলেবাস নয়। পুরোনো ক্লাসের পড়া রিভিশন করাতে হবে শিক্ষকদের তারপর নতুন ক্লাসের পড়া।