কোভিডের নতুন স্ট্রেন-এর খোঁজ, নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের 



ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন-এর খোঁজ মিলেছে। আর তারপরেই পরিস্থিতি মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করল ভারত সরকার। সম্প্রতি, ইউরোপীয় দেশগুলিতে সার্স-সিওভি-২ স্ট্রেন এর খোঁজ মিলেছে। যা "অত্যন্ত সংক্রমক ও নিয়ন্ত্রণহীন" বলে উল্লেখ করা হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর মতে আরও বেশি সংক্রামক এই সার্স-সিওভি-২ স্ট্রেন। তরুণ প্রজন্মের ওপরও আঘাত হানতে সক্ষম।



বিশেষজ্ঞদের মতে, পুরনো স্ট্রেনের থেকে অন্ততপক্ষে ১৭টি মিউটেশন বা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্পাইক প্রোটিনে "এন৫০১ওয়াই" মিউটেশন, যার মাধ্যমে ভাইরাসটি মানব কোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে নিজেকে যুক্ত করে। বিশেষজ্ঞদের মতে, ভাইরাসের মারণ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, তা আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে সক্ষম।


দেশের প্রতিটি রাজ্য ও বিমানবন্দরের উদ্দেশ্যে নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের সমস্ত প্রবেশপথে এই নির্দেশিকা মানার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল বিমান যাত্রী গত চার সপ্তাহে (২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর) ব্রিটেন থেকে বা হয়ে এসেছেন, তাঁদের অবশ্যই মানতে হবে।


কেন্দ্রের নির্দেশিকা এক ঝলকে- 

  • প্রত্যেক আন্তর্জাতিক বিমানযাত্রীকে গত ১৪ দিনের যাত্রার ইতিহাস বিস্তারিত বিবরণ পেশ করতে হবে। 
  • বিমানবন্দরে প্রবেশের সময় কোভিড-১৯ RT-PCR পরীক্ষার জন্য "সেল্ফ ডিক্লারেশন" ঘোষণা করতে হবে।
  • ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে RT-PCR পরীক্ষা করাতে হবে।
  • পরীক্ষা পজিটিভ এলে, তখন স্পাইক-জিন নির্ভর RT-PCR পরীক্ষা করাতে হবে।
  • পজিটিভ যাত্রীদের হাসপাতালের আইসোলেশনে যেতে হবে।
  • নতুন কোভিড-১৯ স্ট্রেন ধরা পড়লে বর্তমান চিকিৎসা প্রটোকল অনুযায়ী চলতে হবে। 
  • সংক্রমণের তীব্রতা অনুযায়ী হয় হোম আইসোলেশন বা হাসপাতালে ভর্তি হতে হবে।
  • নতুন কোভিড-১৯ ভাইরাসের স্ট্রেন পাওয়া গেলে বিশেষ আইসোলেশনে থাকতে হবে।
  • বিমানবন্দরে নেওয়া RT-PCR পরীক্ষা নেগেটিভ হলে হোম কোয়ারেন্টিনের পরামর্শ মেনে চলতে হবে।
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই নির্দেশিকা সব রাজ্যকে মেনে চলতে হবে।