উখড়াডিহিতে অনুষ্ঠিত হল গৌরব ট্রফির ফাইনাল ম্যাচ


SER-23,বাঁকুড়া, ৯ডিসেম্বর:



বর্তমান সময়ে যুব সমাজের মোবইলে আশক্তি কাটিয়ে উঠে তাদের মাঠমুখী করার লক্ষ্যে এবং যুবসমাজের দৈহিক এবং মানষিক বিকাশে খেলাধুলোর গুরুত্ব অনুভব করে গৌরব ট্রফির সূচনা করেছেন বাঁকুড়ার ভূমিপুত্র তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র। তার উদ্যোগে বড়জোড়া ও শালতোড়া বিধানসভার মোট ২১ টি অঞ্চলে শুরু হয়েছে গৌরব ট্রফি২০২০। সেই মতো বাঁকুড়ার ভক্তাবাঁধ অঞ্চলের গৌরব ট্রফির ফাইনাল ফুটবল খেলাটি অনুষ্ঠিত হল আজ । খেলাটি হয় উখড়াডিহি স্কুল ফুটবল ময়দানে। বুধবার এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দিতায় নামে কয়ামতি নবজাগ্রত আদিবাসী সংঘ (এ) এবং কয়ামতি নবজাগ্রত আদিবাসী সংঘ (বি)। খেলটি ৩-১গোলে পরিসমাপ্তি ঘটে । আজকের ফাইনাল ম্যাচে কয়ামতি নবজাগ্রত আদিবাসী সংঘ (এ) কয়ামতি নবজাগ্রত আদিবাসী সংঘ (বি) কে পরাজিত করে ম্যাচের সেরা ট্রফিটি ছিনিয়ে নেয় তারা ।


উল্লেখ্য ভক্তাবাঁধ অঞ্চলের ২৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলার প্রাক মুহূর্তে একটি মহিলা ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়। 


আজকের এই ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ট্রফির কাণ্ডারী গৌতম মিশ্র, উনার সহধর্মীনী সুদীপ্তা মিশ্র, গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজী, গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ধবলকান্তি সিংহ , ভক্তাবাঁধ গৌরব ট্রফি ফুটবল কমিটির সম্পাদক হারাধন রায়, সভাপতি মাগারাম টিকাইত, কোষাধক্ষ্য তপন সিংহ। এছাড়াও গৌরব ট্রফি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ।

উখড়াডিহিতে অনুষ্ঠিত হল গৌরব ট্রফির ফাইনাল ম্যাচ

Posted by Sangbad Ekalavya on Wednesday, December 9, 2020