চলে গেলেন ১৯৭২-র মেদিনীপুর কৃষক আন্দোলনের সিপিআই নেতা গুরুপ্রসাদ মণ্ডল


 সুজিত মণ্ডল, মেদিনীপুর: 



চলে গেলেন ১৯৭২ সালের মেদিনীপুরের কৃষক আন্দোলনের সিপিআই এর নেতা গুরুপ্রসাদ মণ্ডল। মেদিনীপুরের ময়না ২ নম্বর অঞ্চলের সিপিআই এর কৃষক নেতা গুরুপ্রাসাদ মণ্ডল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 


গুরুপ্রাসাদ মণ্ডল, ১৯৭২ সালে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে জেল খাটেন। মানুষ হিসাবে তিনি সকলে কাছে প্রিয় ছিলেন।পরবর্তীকালে তিনি ২ নম্বর অঞ্চলের উপপ্রধান হিসাবেও দক্ষতার সঙ্গে কাজ করেন। 


অনেক দিন তিনি অসুখে ভুগছিলেন তিনি। আজ ভোর রাতে ৩ টের সময় পরলোক গমন করেন।সিপিআই থেকে যথাযথ মর্যাদায় লাল কাপড়ে মুড়ে তার আত্মার প্রতি সম্মান জানানো হয়। এরপর, তাঁর শেষকৃত‍্য সম্পন্ন হয়।