'শারদভূমি' প্রকাশের মধ্য দিয়ে পথ চলা শুরু করলো সাহিত্য শ্রেয়া অ্যাকাডেমি


পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় সাহিত্য সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে চলার জন্য আত্মপ্রকাশ করল সাহিত্য শ্রেয়া অ্যাকাডেমি। সাহিত্য সংস্কৃতির পাশাপাশি গবেষণামূলক সাহিত্যের ধারাকেও বহন করবে। 



সাহিত্য শ্রেয়া অ্যাকাডেমি সেই যাত্রাপথ আরম্ভ করল শারদীয়া উপলক্ষ্যে 'শারদভূমি' সাহিত্য পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। পাশাপাশি বিশিষ্ট কবি শ্যামাসুন্দর দোলই-এর 'বোধন' নামে একটি লিমেরিক বইয়ের প্রকাশ করা হয় এদিন। অ্যাকাডেমির সম্পাদক কুমারেশ মণ্ডলের সম্পাদনায় এদিনের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। তিনি জানান, সাহিত্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতেই এই পথ চলা শুরু করলাম। শুধু আমি একাই নই , এখানে উপস্থিত সকলেই সেই ধারাকে এগিয়ে নিয়ে হাত বাড়াবেন। 


উপস্থিত ছিলেন সর্প বিশারদ সুব্রত বড়াই, পঞ্চায়েত কর্মী বংশীবদন প্রামাণিক, তারানাথ, ডা পুলক রায়, তাঁরা শঙ্কর দাস বৈরাগী, অধ্যাপক হাবিবুর রহমান সহ আরও অনেকে। এদিন অ্যাকাডেমির পক্ষ থেকে সকলকে সম্মাননা দেওয়া হয়।