কৃষক আন্দোলনের সমর্থনে ৩ সংসদীয় কমিটি থেকে ইস্তফা NDA শরিক RLP সাংসদ তথা RLP-র আহ্বায়কের
কেন্দ্রে এনডিএর জোট শরিক RLP। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির আহ্বায়ক হনুমান বেনিয়াল। প্রথম থেকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধীতা করে আসছেন তিনি। এবার কৃষক আইনের বিরোধীতায় কেন্দ্রের ৩ সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন বেনিয়াল। বস্তুত, কৃষক আন্দোলনকে সমর্থন করলেন তিনি।
শনিবার সংবাদমাধ্যমে তিনি বলেন, 'সংসদের যেসব কমিটিতে রয়েছি সেখানে একাধিক জনস্বার্থ বিষয় তুলছি। কিন্তু দুঃখের বিষয় হল ওইসব ইস্যুতে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তাই কোনও পদক্ষেপ নেওয়া না হলে ওই ধরনের সংসদীয় কমিটি রাখার কোনও মানে হয় না। '
কৃষকদের আন্দোলনে সরকার কোনো কর্ণপাত করছে না বলেই ওই তিন কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। শিল্প, পেট্রোলিয়াম ও প্রকৃতিক গ্যাস দফতরের সংসদীয় কমিটির সদস্য বেনিয়াল।
তাঁর দাবি, কেন্দ্রের উচিত ৩ কৃষি আইন বাতিল করা ও স্বামীনাথন কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করা। মনে হচ্ছে সরকার কৃষি আইন নিয়ে কিছু করবে না। তাই আমাদের দল আগামী ২৬ ডিসেম্বর ২ লাখ চাষি ও যুকদের নিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেবে।
It seems the Central govt is in the mood to quell the farmers' protest. Hence, our party has decided to lead a march of 2 lakh farmers and youths towards Delhi from Rajasthan on December 26: Rashtriya Loktantrik Party chief Hanuman Beniwal pic.twitter.com/cPNnRadSfR
— ANI (@ANI) December 19, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊