আজই মুক্তি পাচ্ছে ঋতাভরীর প্রথম সিঙ্গল 'রূপসাগরে'


টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী' দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। তারপর ধীরে ধীরে মডেলিং ও সিনেমা দুই জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার আসছে তাঁর প্রথম সিঙ্গল 'রুপসাগরে'। 


ইন্সটাগ্রামে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। এই ভিডিও থেকে জানা যায় ছোট বেলায় ফিরছেন এই সিঙ্গল দিয়ে।

দেখে নেওয়া যাক সেই টলিউডের গ্লামার কুইনের সেই ভিডিও-