নতুন বছরের শুরুতে দেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, ভারত সফরে আসছে ইংল্যান্ড
করোনা সংক্রমণ বিশ্ববাসীর জনজীবনে প্রভাব ফেলেছে। ক্রিকেট প্রেমী মানুষেরাও ঘরে বসে টেলিভিশনে বসে খেলা দেখছে। কোভিড পরিস্থিতির জের বাতিল হয়েছিল একাধিক টুর্নামেন্ট। আইপিএল ২০২০- এর আসর বসেছিল সুদূর আরব আমিরশাহীতে। তবে এবার শিকে ছিড়তে চলেছে। দেশের মাটিতে প্রথমবার কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাইশ গজ আবার সচল হচ্ছে। ভারত সফরে আসছে ইংল্যান্ড। বৃহস্পতিবার সূচি প্রকাশ করেছে বিসিসিআই এবং ইসিবি।
করোনা পরবর্তী সময়ে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ তিনটি স্টেডিয়ামে হবে। ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজে ৪টি টেস্ট, ৫টি টি- টোয়েন্টি ও ৩ টি একদিনের ম্যাচ হবে।
ভারত- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সূচি-
টেস্ট
- প্রথম টেস্ট: ৫-৯ ফেব্রুয়ারি, চেন্নাই
- দ্বিতীয় টেস্ট: ১৩-১৭ ফেব্রুয়ারি , চেন্নাই
- তৃতীয় টেস্ট: ২৪-২৮ ফেব্রুয়ারি , আমেদাবাদ
- চতুর্থ টেস্ট: ৪-৮ মার্চ, আমেদাবাদ
টি-টোয়েন্টি সিরিজ
- প্রথম টি- টোয়েন্টি: ১২ মার্চ, আমেদাবাদ
- দ্বিতীয় টি- টোয়েন্টি: ১৪ মার্চ, আমেদাবাদ
- তৃতীয় টি- টোয়েন্টি: ১৬ মার্চ, আমেদাবাদ
- চতুর্থ টি- টোয়েন্টি: ১৮ মার্চ, আমেদাবাদ
- পঞ্চম টি- টোয়েন্টি: ২০ মার্চ, আমেদাবাদ
ওয়ান ডে সিরিজ-
- প্রথম ওয়ান ডে: ২৩ মার্চ, পুনে
- দ্বিতীয় ওয়ান ডে: ২৬ মার্চ, পুনে
- তৃতীয় ওয়ান ডে: ২৮ মার্চ, পুনে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊