সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে - বারে বারে প্রমাণ দিয়ে চলছে রোহিত-দীপকের উদার মানসিকতা




'মানুষ মানুষের জন‍্য' - সম্প্রীতির নজির গড়ে ফের প্রমাণ দিলেন রোহিত ও দীপক


আবারো এক ভিন্ন সম্প্রীতির নজির গড়লেন রোহিত ইসলাম ও দীপক বর্মন। এর আগেও অনেক সমাজ সেবা মূলক কাজ করেছেন এই মানুষ দুটি। এবারেরটা একটু ভিন্ন ধরনের।


৬ ডিসেম্বর দিনহাটা কলেজপাড়া, ভিলেজ ১ এর বাসিন্দা সান্তনা অধিকারী নামে এক মহিলার স্বামী বাপ্পা অধিকারী পরলোকগমন করেন । বাপ্পা অধিকারী একজন মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। তাদের ১৩ বছরের এক ছেলে এবং ২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে আছে। 


মহিলাটি তার স্বামীর শ্রাদ্ধনুষ্ঠান করার জন্য আবেদন জানায় এবং এই আবেদনে সাড়া দিয়ে আবারো এগিয়ে আসেন দিনহাটার সবার প্রিয় দুটি মুখ রোহিত ইসলাম আর দীপক বর্মন । তারা সম্পূর্ণভাবে শ্রাদ্ধানুষ্ঠানের দায় ভার নিজের কাঁধে তুলে নেয়। এর পর তাদের প্রচেষ্টায় অনুষ্ঠান সম্পূর্ণ হয়।