Latest News

6/recent/ticker-posts

Ad Code

বছরের শেষে আরও এক মহাজাগতিক ঘটনা, এবার দেখা যাবে ‘কোল্ড মুন’




বছরের শেষে আরও এক মহাজাগতিক ঘটনা, এবার দেখা যাবে ‘কোল্ড মুন’ 


করোনার প্রাদুর্ভাবে ২০২০ কেটেছে বিশ্ববাসীর। তবে সাক্ষী থেকেছে বেশ কিছু মহাজাগতিক ঘটনার। এবার বছরের শেষে ফের একবার মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। বুধবার দেখা যাবে বছরের শেষ পূর্ণিমা। ‘কোল্ড মুন’ যার আনুষ্ঠানিক নাম। ভারত থেকেও দেখা যাবে এই পূর্ণিমা। 


জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের শেষে দীর্ঘতম রাতে যে পূর্ণিমা দেখা যায় তা ‘লং নাইটস মুন’ হিসেবে চিহ্নিত করা হয়। ইউরোপে বড়দিনের পরেই দেখা যায় ‘কোল্ড মুন’। মঙ্গলবার ও বুধবার রাতে দেখা যাবে এই পূর্ণিমা। মঙ্গলবার উত্তর আমেরিকায় ও বুধবার ভারতে দেখা যাবে। 


গোধূলিবেলায় দেখা যাবে এই পূর্ণিমা। চাঁদ ওঠার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পূর্ব আকাশে এই পূর্ণিমা দেখা যাবে। ‘কোল্ড মুন’ চলতি বছরের ১৩-তম পূর্ণিমা। গোধূলিতে পৃথিবী থেকে চাঁদের উপর সূর্যের আলো প্রতিফলিত হতে দেখা যায়।। এই সময় চাঁদের রং কমলা দেখায়। পরে এই রং বদলে হলুদ হয়ে যায়। শেষে চাঁদকে সাদা দেখায়। আলোর বিচ্ছুরণ এই রং পরিবর্তনের কারণ।শীতল চাঁদের আকাশ জুড়ে একটি স্বতন্ত্র উচ্চতর ট্র্যাজেক্টরি থাকবে। এর ফলে চাঁদটি দীর্ঘ সময়ের জন্য দিগন্তের উপরে দৃশ্যমান হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code