বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি 'চেতনা গ্রূপ' আয়োজন করলো রক্তদান শিবিরের 



সুজাতা ঘোষ, বাগডোগরা:

গত ২৪ ডিসেম্বর নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ে একটি রক্তদান শিবির (Blood donation camp)-এর আয়োজন করা হয়।  বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি 'চেতনা গ্রূপ' এই শিবিরের আয়োজন করে। 

সেদিন সকাল থেকেই শিবিরের উদ্যোক্তারা এই পর্বের আয়োজন করতে শুরু করেন। সকাল ১০:১৫ নাগাদ শিলিগুড়ি Rotary ক্লাবের মেম্বাররা শিবিরে এসে উপস্থিত হন এবং ১১টা থেকে রক্তদান প্রক্রিয়া শুরু হয়। সবক্ষেত্রেই উপযুক্ত সাবধানতা অবলম্বন করা হয়। 

প্রত্যেক দাতাকে অভীনন্দনসূচক একটি করে শংসাপত্র প্রদান করা হয়। করোনা আবহের মধ্যেও নকশালবাড়ি এবং নকশালবাড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি, খোড়িবাড়ি থেকেও মানুষ স্বেচ্ছায় এখানে রক্তদান করতে আসেন। এদিন মোট ৫৬ জনের রক্ত সংগৃহীত হয়। বিকাল ৪:৩০ টা নাগাদ এই রক্তদান প্রক্রিয়া শেষ হয়। Rotary ক্লাবের তরফ থেকে চেতনা গ্রূপকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই শিবিরের পরিসমাপ্তি ঘটে।