দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত, ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছেনা কোনো বোর্ড পরীক্ষা

দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত, ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছেনা কোনো বোর্ড পরীক্ষা


সংবাদ একলব্যঃ করোনা সংক্রমণের জেরে দীর্ঘ প্রায় ৯ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পঠন-পাঠন ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীদের। বিশেষত দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কথা মাথায় রেখেই বিদ্যালয়ে ফের পড়াশোনা চালুর কথা উঠলেও বোর্ড পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো কেন্দ্র। ২০২১-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিবিএসই (CBSE) এর দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। মূলতঃ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "অনেক পরীক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে পরীক্ষা স্থগিত করার জন্য আবেদন এসেছিলো। করোনা সংক্রমণের কথা ভেবে অনেক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেও সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কোনও পরীক্ষাতেই বসতে হচ্ছে না।"



কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন আরও জানান, ফেব্রুয়ারির পর দেশের সর্বত্র করোনা পরিস্থিতি বিবেচনা করে বোর্ডের পরীক্ষার দিন-ক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ