কৃষি আইন প্রত্যাহার না করলে ৮ ডিসেম্বর ভারত বন্ধ!
দিল্লিতে আন্দোলনরত কৃষকেরা মঙ্গলবার, ৮ ডিসেম্বর 'ভারত বনধ' (Bharat Bandh) সিদ্ধান্ত নিল । কেন্দ্র সরকারকে তিনদিন সময় দিয়েছেন কৃষকেরা, এর মধ্যে আইন প্রত্যাহার না হলে বনধ করবেন বলে অনড় চাষিরা।
জানা গিয়েছে- কৃষক ইউনিয়নগুলি যৌথভাবে এই বনধ ডেকেছেন। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা এইচএস লাখওয়াল জানান,"আমরা গতকাল কেন্দ্র সরকারকে জানিয়েছি আইন প্রত্যাহার করতে। ৮ডিসেম্বর ভারত বনধ করব।"
গত বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক ইউনিয়নগুলির ৩৫ জন সদস্যের সঙ্গে এদিন আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কৃষি আইন নিয়ে আলোচনা করতে কমিটি গঠন করার প্রস্তাবকে নাকচ করে দেয় কৃষক প্রতিনিধিরা। তবে এই দিন কৃষকদের আইন প্রত্যাহার করার দাবি নিয়েও কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র।
কেন্দ্র সরকার চাইছে আইনে সংশোধন করতে, তবে কৃষকদের দাবি আইন প্রত্যাহার করতে হবে। আর তাই কৃষি আইন ২০২০ প্রত্যাহার না করলে আগামী ৮ ডিসেম্বর ভারত বন্ধ হতে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊