বনসহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় যুবকদের
ময়নাগুড়ি:
শুক্রবার ময়নাগুড়ি থানার রামশাই রেঞ্জ,গরুমারা বন্যপ্রাণী বিভাগ, রামশাই মোবাইল স্কোয়াড ও বুধুরাম বিটের সামনে বনসহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় যুবকেরা ।
তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত ভাবে বনসহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে । লক্ষ লক্ষ সাধারণ যুবক-যুবতী যারা বনসহায়ক পদে ইন্টারভিউ দিয়েছে এবং যাদের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি জঙ্গল সম্বন্ধে একটুকুও ধারণা যাদের নেই তাদেরকে দেওয়া হচ্ছে নিয়োগপত্র ।
বঞ্চিত জঙ্গল সংলগ্ন এলাকার শিক্ষিত যুবক - যুবতিরা । অবিলম্বে তাদের নিয়োগপত্র বাতিল করতে হবে । এনিয়ে এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করার পর তারা রামশাই রেঞ্জার সুনীল রাই, গরুমারা বন্যপ্রাণী বিভাগ, রামশাই মোবাইল স্কোয়াড এবং রামশাই বিট অফিসে একটি করে স্মারকলিপি জমা দেন । পাশাপাশি তারা জানান আগামী দিনে দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
Posted by Sangbad Ekalavya on Saturday, December 5, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊