স্পাইন সার্জারিতে সফল বর্ধমানের কিমস হাসপাতাল 


সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান


স্পাইন সার্জারিতে সফল হয়ে আজ স্পাইন রোগে আক্রান্ত থাকা ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান ও স্বাস্থ্য শিবির করলো বর্ধমান উল্লাস মোড় এলাকায় কিমস হাসপাতাল। এদিন সাড়ে তিনশো স্পাইন সার্জারি সফল ব্যক্তিদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়।পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত শিবিরও করা হয় ।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিমস হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক প্রফেসর দেবব্রত ব্যানার্জি বলেন দিল্লি, এইমসে ডাক্তারি শিক্ষা চলাকালীন বাংলার বহু মানুষকে সেখানে চিকিৎসার জন্য দেখতে পাই। ব্যাঙ্গালোর, চেন্নাই চিকিৎসার জন্য বাংলা মানুষকে ঘুরতে দেখি। আমি নিজে একজন বর্ধমান বাসী হয়ে বর্ধমান বাসী এবং বাংলার মানুষের জন্য গত দশ বছর ধরে এই উদ্যোগ গ্রহণ করি। বর্তমানে আড়াই বছর হল এই কিমস হাসপাতাল গড়ে তুলি। দিল্লির এইমসে শিক্ষা চলাকালীন যে যে ডিপার্টমেন্টগুলো দেখেছিলাম সে সমস্ত গুলো এখানে রাখা হয়েছে। যেমন স্পাইন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, হাটু বা হিপ জয়েন্ট পাল্টানো সার্জারি, ল্যাপরোস্কপি সার্জারি ইত্যাদি করা হয়। বাংলার মানুষকে আর যেনো দুক্ষিন মুখো না হতে হয় সেই কারণেই এটা করা। এই ধরনের হাসপাতাল গড়ে উঠলে সেখানে বউ মানুষের কর্মসংস্থানও হয় ।এই ধরনের রোগীদের অপারেশন ছাড়া সম্ভব নয়। অপারেশনের পর রোগীকে আগের মত কর্মস্থলে ফিরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। 



ডাক্তার সৈকত সরকার বলেন, কিমসে যে সমস্ত রোগীদের স্পাইন সার্জারি হয়েছে তারা বিভিন্ন কারণে ভুগছিলেন ।যেমন স্পাইনাল ট্রমা স্পাইনে টিউমার টিউভো কুলোসিস বা সার্ভাইক্যাল ট্রমা,ইত্যাদি। তাদের মধ্যে অনেকে প্যারালাইসিস বা প্যারা প্লেজিয়া আক্রান্ত ছিলেন। যাদের চারটি হাত পা অবশ হয়ে ছিল ।সেসব রোগীদের অপারেশনের মাধ্যমে তাদেরকে সুস্থ করা সম্ভব হয়েছে। সরকারি স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা করা যায় বলে জানিয়েছেন ডাক্তার সরকার।
Posted by Sangbad Ekalavya on Saturday, December 5, 2020