Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

 


এবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ


জেপি নাড্ডা-র বঙ্গ সফরের পর এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামি ১৯ এবং ২০ তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ। 


দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই অমিত শাহ রাজ্যে আসছেন। বঙ্গে এসে দলের তিনটি আলাদা আলাদা কর্মসূচীতে যোগ দেবেন বলে খবর। বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধিও অমিত শাহের বঙ্গ সফরের অন্যতম কারণ।


একুশের বিধানসভা ভোট এখন পাখির চোখ বিজেপি-র। ফলে রাজ্যে বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা। 



এর আগে নভেম্বর মাসের শুরুতেই রাজ্যে আসেন অমিত শাহ। দু দিনের বঙ্গ সফরে এসে অমিত শাহ যান বাঁকুড়ায়। বৃহস্পতিবার বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে সফর শুরু করেন তিনি। দুপুরের খাবার খান এক আদিবাসী পরিবারের বাড়িতে। সফরের দ্বিতীয় দিনে বাগুইআটিতে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code