স্কুলগুলোতে ভর্তির ফি মুকুবের দাবিতে সরব AIDSO


করোনা মহামারীর প্রকোপ থেকে এখনও মুক্ত হয় নি দেশ,এরই মধ্যে অর্থনৈতিক মন্দা দেশের কোটি কোটি মানুষের জীবনে চরম দুর্দশা নামিয়ে এনেছে।তারই চিত্র দেখা গেছে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের হাঁটা পথে বাড়ি ফেরার ভিড়ে।


এইসময় সরকারি স্কুলগুলোতে ভর্তির ফি মুকুবের দাবিতে সরব হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। আজ এ.আই অফিস এবং এস.ডি.ও অফিসে দরখাস্ত জমা দিল এ.আই.ডি.এস.ও দিনহাটা লোকাল কমিটি। তাদের দাবি এই করোনা অতিমারীতে বহু দিনমজুর, পরিযায়ী শ্রমিক,ভাগচাষী ইত্যাদি পেশার মানুষ রয়েছেন যাদের দৈনন্দিন জীবনযাপন আজ সংকটে; অতএব এই পরিস্থিতি যাতে তাদের শিশুদের পঠনপাঠনে কোনোভাবেই ব্যাঘাত না ঘটায় তাই ভর্তির ক্ষেত্রে যেন ফি মকুব করা হয় । 


সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাপসী বর্মন, আনোয়ার হোসেন, মোন্নাফ আলী,প্রতাপ বসুনীয়া প্রমুখ।তারা বলেন "আমরা মহুকুমা শাসকের কাছে আমাদের দাবি জানিয়েছি এবং সমস্যার কথা তুলে ধরেছি। আশা রাখছি তিনি নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ নেবেন।"