টাটা ক্রুসিবল কর্পোরেট কুইজের নতুন অনলাইন সংস্করণের ক্লাস্টার ১২ ফাইনালস জিতলেন কেপজেমিনি, কলকাতার রবিশঙ্কর সাহা


 

কলকাতাডিসেম্বর ২১২০২০কেপজেমিনিকলকাতার রবিশঙ্কর সাহা টাটা ক্রুসিবল কর্পোরেট কুইজ ২০২০- ক্লাস্টার ১২ ফাইনালস জিতলেন। ভারতের বৃহত্তম এবং সর্বোচ্চ রেটিং-এর এই বিজনেস কুইজের এটাই ছিল প্রথম অনলাইন সংস্করণ।

 

পশ্চিমবঙ্গঅরুণাচল প্রদেশমণিপুরমেঘালয়মিজোরামনাগাল্যান্ডসিকিমত্রিপুরা  আসামকে নিয়ে ক্লাস্টার ১২ ফাইনালসে জোরালো কুইজিং দেখা যায়ফলে রুদ্ধশ্বাস প্রতিযোগিতা হয়। বিজয়ী নগদ ৩৫,০০০/-* টাকা পুরস্কার পান এবং এবার তিনি ন্যাশনাল ফাইনালসে পৌঁছবার জন্য সেমিফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দীপক তানেজা রানার আপ ঘোষিত হন। তিনি নগদ ১৮,০০০/-* টাকা জিতলেন।

 

নতুন নর্মালের চ্যালেঞ্জের মুখে টাটা ক্রুসিবল প্রথমবার ভার্চুয়াল ফরম্যাট চালু করল। এই নতুন অনলাইন ফরম্যাট অনুযায়ী দেশটাকে ১২টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে। অনলাইন প্রিলিমসের দুটো লেভেলের পর ১২টা ক্লাস্টারের সেরা ১২ জন ফাইনালিস্টকে নিয়ে হবে ওয়াইল্ড কার্ড ফাইনালস। তার সেরা  জন ফাইনালিস্ট ১২টা অনলাইন ক্লাস্টার ফাইনালসে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রত্যেকটা ক্লাস্টার ফাইনালসের বিজয়ী সেমিফাইনালসে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শেষ অব্দি ছজন বিজয়ী ন্যাশনাল ফাইনালের যোগ্যতা অর্জন করবেন। সেই ফাইনালটি হবে ডিসেম্বর ২০২০-তে। ন্যাশনাল ফাইনালের বিজয়ী পাবেন . লক্ষটাকার মহার্ঘ পুরস্কার এবং পরম প্রার্থিত টাটা ক্রুসিবল ট্রফি। সবকটি ফাইনাল টাটা ক্রুসিবল ফেসবুকটুইটার আর ইউটিউব চ্যানেলে কিছুটা বিলম্বে দেখানো হচ্ছে।

 

বিখ্যাত কুইজমাস্টার ‘পিকব্রেন’ গিরি বালাসুব্রমণ্যম তাঁর অনন্যরসিক কায়দায় কুইজটি পরিচালনা করেন।

 

*ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্সের উপর নির্ভরশীল

 

টাটা ক্রুসিবল কর্পোরেট কুইজের এই সংস্করণের পুরস্কার দিতে সাহায্য করছে টাটা ক্লিক। এই কুইজের বিষয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে www.tatacrucible.com 

 

সোশাল মিডিয়া:

ফেসবুকhttps://www.facebook.com/TataCrucible 

টুইটারhttps://twitter.com/Tata_Crucible 

ইউটিউবhttp://www.youtube.com/user/TataCrucible

লিঙ্কডইনhttps://www.linkedin.com/company/tata-crucible/?viewAsMember=true

মোবাইল অ্যাপটাটা ক্রুসিবল ব্রেনবক্স মোবাইল অ্যাপ ডাউনলোড করুন আপনার মোবাইলে। এই অ্যাপ পাওয়া যাচ্ছে আইওএসঅ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে