কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে কৃষি সংস্কার বিলের প্রতিবাদকারী কৃষকদের সমর্থন করে পাশে থাকার বার্তা দিলেন 




কেন্দ্রের নয়া কৃষি বিল পাশ হওয়ার সাথে সাথে বিরোধিতায় নামে বিরোধী দল গুলি। পাশাপাশি কৃষক সংগঠন গুলোও। সেই আন্দোলন ধীরে ধীরে জোরদার হচ্ছে। পঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলন নয়া দিল্লী মুখী হয়েছে। রাজধানীর দিকে এগতে গেলে হরিয়ানা-দিল্লি সীমান্তেই সিংঘুতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রামলীলা ময়দানে তাদের জমায়েত করার প্ল্যান ভেস্তে দেওয়া হয়। বিক্ষোভরত চাষিরা ক্ষোভ উগরে দেন হরিয়ানা সরকারের বিরুদ্ধে।

গুরু নানক দেবের জন্ম বার্ষিকী উপলক্ষে একটি অনলাইন ইভেন্টে বক্তব্য রেখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, "পরিস্থিতি সম্পর্কে আমি জানি ... আমি আপনাকে মনে করিয়ে দেই, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের অধিকার রক্ষার জন্য কানাডা সর্বদা পাশে থাকবে।" 

ভারত সরকার কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে "অযাচিত" বলে অভিহিত করেছে।শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্রুডোর বক্তব্য প্রসঙ্গে বলেছেন-" ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়টি আপনার রাজনীতির জন্য নয়’