খোকাবাবুর প্রত্যাবর্তন! ১৯ বছর পর ঘরে ফিরলো উত্তম


অভীক মিত্র , বীরভূম :

ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "খোকাবাবুর প্রত্যাবর্তন" রিয়েল লাইফে উজ্জ্বল হয়ে উঠলো বীরভূম জেলার নলহাটি থানার কানিশাইল গ্রামের উত্তম লেটের জীবনে , দীর্ঘ ২০ বছর পর বাড়ি ফিরলো উত্তম । মাত্র দশ বছর বয়সে হারিয়ে গিয়েছিলো ,তারপর বিস্তর খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি উত্তমের । মাঝে পেরিয়ে গিয়েছে ১৯ টা বছর ; এখন বছর ২৯ এর যুবক উত্তম ।  

উত্তম বাড়ি ফিরে আসায় খুশি বাড়ির লোকজন থেকে আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা । 


"উত্তম একদিন ফিরে আসবে " বিশ্বাস ছিলো মা বাসন্তী লেটের এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে । বর্তমানে উত্তম খড়গপুরে লরিতে কাজ করে,বিয়ে করে পরিবারও হয়েছে , বাড়ি ফিরে খুব খুশি বলে জানাই উত্তম । খড়্গপুর ফিরে আবার পরিবার নিয়ে গ্রামে ফিরে আসবে বলেই জানান উত্তম ।