Latest News

6/recent/ticker-posts

Ad Code

হোয়াটসঅ্যাপে যোগ হল একটি নতুন ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস Disappering Messages

 


হোয়াটসঅ্যাপে যোগ হল একটি নতুন ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস Disappering Messages 



হোয়াটসঅ্যাপে যোগ হল একটি নতুন ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। এই ফিচার অপশন অন করা থাকলে পাঠানো মেসেজ সাত দিন পর নিজে থেকেই মুছে যাবে। গ্রুপেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে এই ফিচার যোগ করা হয়েছে।


অটো ডাউনলোড অপশন অন থাকলে যেকোন ছবি বা ফাইল আসলেই তা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস ফিচার আসা বা পাঠানো মেসেজ সাত দিন পর ডিলিট হয়ে গেলেও ক্লাউড স্টোরেজ অ্য়াক্টিভেট করা থাকলে তা সেখানে থেকে যাবে। 


তবে, গ্রুপের ক্ষেত্রে এই ফিচার শুধু অ্যাডমিন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, সাত দিনের মধ্যে মেসেজ মুছে যাওয়ার সময়সীমা বাড়াতে পারবেন না ব্যবহারকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code