তিনদিন ব্যাপী আন্তঃ জেলা যোগা প্রতিযোগিতা শেষ হল আলিপুরদুয়ারে

অনিক চৌধুরী, আলিপুরদুয়ারঃ 

আলিপুরদুয়ার জেলা যোগা সংস্থার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল দ্বিতীয় আন্তঃ জেলা যোগা প্রতিযোগিতা।পাশাপাশি এই মঞ্চ থেকেই নারিশক্তির আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর সাথে উপস্থিত শিশু-কিশোরীদের শেখানো হল গুড টাচ-ব্যাড টাচের ব্যাখ্যা।


মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার তেলিপাড়া উজ্জ্বল কৃষি উন্নয়ন সংঘের ব্যবস্থাপনায় এবং অলিপুরদুয়ার জেলা যোগা সংস্থার পরিচালনায় তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার শেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।এদিন এই প্রতিযোগিতার সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার অন্যান্য বিশিষ্টজনেরা।তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ১৪টি বিভাগের মোট ৩৫০জন যোগা প্রতিযোগীর মধ্যে প্রতি বিভাগ থেকে প্রথম চার জন করে সেরাকে বেছে নেওয়া হয়।বাছাই করা সেরারা প্রতিযোগীরা ৪৭ তম রাজ্য যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে জানান জেলা যোগা সংস্থার সম্পাদক প্রবীর দত্ত।উল্লেখ্য রবিবার এই প্রতিযোগিতার উদ্বোধন হয় আলিপুরদুয়ার আদর্শ যোগা সেন্টারে বিধায়ক তথা জেলা যোগা সংস্থার সভাপতি ডঃ সৌরভ চক্রবর্তী এবং মৃদুল গোস্বামী উপস্থিতিতে।



এদিনের এই জেলা যোগা সংস্থার মঞ্চে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রথম মহিলা রেফারি এবং প্রাক্তণ আন্তর্জাতিক কারাতে খেলোয়াড় সেনসি সপ্তপর্নি চক্রবর্তী।শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয় পাশাপাশি এদিন তিনি শিশুদের গুড টাচ-ব্যাড টাচ সম্পর্কে অবহিত করেন এবং আত্মরক্ষার কিছু কৌশলও সেখান।যোগা সংস্থার মঞ্চে কারাতেকে জায়গা দেওয়ার জন্য জেলা যোগা সংস্থার সম্পাদক প্রবীর দত্তকে কুর্নিশ জানান সেনসি সপ্তপর্নি।