জল্পনার অবসান! মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী


শুভেন্দু অধিকারী-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা। জল্পনার অবসান অবশেষে ঘটালেন তিনি। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন আগেই এবার ছেড়ে দিলেন মন্ত্রিত্ব। 


সামনেই বিধানসভা ভোট। আর তাঁর আগে শুভেন্দু অধিকারীর এক এক পদক্ষেপ জল্পনা সৃষ্টি করছিল। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছাড়া। এরপর, বহস্পতিবার আবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান নন্দীগ্রামের বিধায়ক। ফলে জল্পনা বেড়েই চলছিল। তবে কি এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে। 



শুক্রবার ছেড়ে দিলেন মন্ত্রিত্বও। মন্ত্রিত্ব পদ থেকে সড়ে দাঁড়ানোর কথা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী- কে চিঠি দিয়ে জানিয়েছেন শুভেন্দু। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়াশিবিরে নাম লেখাতে পারেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী । 


চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন 'মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি। যত দ্রুত সম্ভব যেন এটি গ্রহণ করা হয়। একই সঙ্গে এই চিঠি ই-মেল মারফত রাজ্যপালের কাছেও পাঠিয়েছি। আমি খুবই ধন্য যে, রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্বপদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ।'  ।