Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে সরকারি কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর




নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে সরকারি কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

                                                                                                              


নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে সরকারি কমিটি গঠনের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'নেতাজী-র ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে সরকার একটা কমিটি করেছে। রাজীব গান্ধীর আমলে কলকাতা বিমান বন্দরের-র নামকরণ নেতাজির নামে আমি করিয়েছিলাম। তাঁর স্লোগান জয় হিন্দ, সেই অনুকরণে জয় বাংলা। বঙ্কিমচন্দ্রের অনুকরণে বন্দে মাতরম। এগুলো আমাদের জাতীয় সম্পদ।' তাছাড়াও, INA-র একজন, দু'জনের সঙ্গে যোগাযোগ রাখছেন কমিটিতে তাঁদের কাউকে রাখতে চেষ্টায় বলেও জানান তিনি। 'এরপর একবছর ধরে অনুষ্ঠান চলবে।'



মুখ্যমন্ত্রীর গড়া বিশেষ কমিটিতে রয়েছেন অর্মত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুগত বসু, শঙ্খ ঘোষ, যোগেন চৌধুরি প্রমুখ। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষামন্ত্রী, রাজ্যের শীর্ষ আমলারাও রয়েছেন। কমিটির চেয়ারপার্সন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code