শুভেন্দু অধিকারীর ব্যানার নিয়ে চাঞ্চল্য  জলপাইগুড়ি শহরে

শুভেন্দু অধিকারীর ব্যানার নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে । তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানারকম বিতর্ক, জল্পনা চলছে।এরমধ্যেই আজ দেখা যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তার ছবি দেওয়া ব্যানার। সেখানে সাধারন মানুষকে বিজয়া, দিপাবলী,ছটপুজোর শুভেচ্ছা জানানো হয়েছে।

সেখানে তাকে তৃনমূল নেতা নয় জনতার সেবক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারির প্রভাব এতদিন স্পষ্টভাবে বোঝা যায়নি। জলপাইগুড়িতে তিনি খুব কম এসেছেন, পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একবার এসেছেন। সেখানে তার এই ব্যানার ঘিরে রাজনৈতিক মহল তো বটেই সাধারন মানুষের মধ্যেও জল্পনা তুঙ্গে।