Latest News

6/recent/ticker-posts

Ad Code

মধুচন্দ্রিমা কাটাতে দুবাইয়ে নেহা-রোহনপ্রীত, ভাইরাল ভিডিয়ো



মধুচন্দ্রিমা কাটাতে দুবাইয়ে নেহা-রোহনপ্রীত, ভাইরাল ভিডিয়ো


২৪ অক্টোবর চার হাত এক হয় নেহা- রোহনপ্রীতের। দিল্লির একটি গুরুদ্বারায় নেহা এবং রোহনপ্রীতের বিয়ের আসর বসে, তারপর প্রথম রিসেপশন। এরপর, পাঞ্জাবে দ্বিতীয় রিসেপশন। রিসেপশনের পর মুম্বইতে ফিরে দুবাইয়ে মধুচন্দ্রিমায় উড়ে যান বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ও রোহনপ্রীত। দুবাইতে মধুচন্দ্রিমায় গিয়ে সেখান থেকে একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসে তাঁদের।



১০ই নভেম্বর ইন্সটাগ্রামে বেশ কিছু ভিডিও ক্লিপস শেয়ার করে নেহা। বিলাস বহুল একটি গাড়িতে করে দুবাইয়ের রাস্তায় খোশ মেজাজে ঘুরছেন। প্রকাশ্যে আসার পরপরই হু হু করে ভাইরাল হয়ে যায়।

শুধু ভিডিওটিই নয় একের পর এক নানান ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে তাঁদের।

View this post on Instagram

#nehakakkar’s #Honeymoon Suite! #rohanpreetsingh

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code