মুর্শিদাবাদে  কর্মবিরতি রেখে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন কান্দী মহকুমার খড়গ্রাম, গোকর্ণ ও বড়ঞায় 


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

পাঁচ দফাদাবিতে দিনভর কর্মবিরতি রেখে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারক লিপি জমা দেন খড়গ্রাম ব্লকের স্বাস্থ্য কর্মীরা।খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে এন এইচ এম কর্মীদের বিক্ষোভ।খড়গ্রামের বিভিন্ন এনএইচএম কর্মীরা খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে । 


পরবর্তীকালে মূলত তাদের দাবি সমকাজে সম বেতন দিতে হবে, তাদেরকে দিয়ে ওভারটাইম কাজ করালে ওভারটাইম দিতে হবে এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের এই বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন বলে জানান এন এইচ এম কর্মীরা।



অন্যদিকে কান্দীর গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কান্দী ব্লকের আশাকর্মী থেকে শুরু করে চুক্তি ভিত্তিক কর্মচারীরা, এন এইচ এম কর্মীরা বেতন বৃদ্ধি, সমকাজে সম বেতন দাবি,জীবন সুরক্ষা, ৬০ বছর পর্যন্ত স্থায়ী করন সহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবিকে মান্যতা না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন এবং বড়ঞা গ্রামীণ হাসপাতালেও বড়ঞা ব্লকের স্বাস্থ্য কর্মীরা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক দীনেশ গায়েনকে।