Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের ইতিহাসে প্রথমবার, বিমান সংস্থার সিইও হলেন প্রথম মহিলা পাইলট হরপ্রীত

 


ভারতের ইতিহাসে প্রথমবার, বিমান সংস্থার সিইও হলেন প্রথম মহিলা পাইলট হরপ্রীত

ভারতের ইতিহাসে প্রথমবার। বিমান সংস্থার সিইও হলেন প্রথম মহিলা পাইলট হরপ্রীত। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার৷



১৯৮৮ সালে ইন্দিরা গাঁধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি (আইজিআরইউএ) থেকে বিমান চালানোর সার্টিফিকেট পান হরপ্রীত। সেই বছরই তিনি এয়ার ইন্ডিয়ার পাইলট হিসেবে বাছাই হলেও শারীরিক অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তিনি। এয়ার-সেফটি আধিকারিক হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। এরপর ফ্লাইট সেফটির চিফ নিযুক্ত হন। এক্ষেত্রেও তিনি প্রথম মহিলা কৃতিত্বের অধিকারী। এয়ার ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে ভারতীয় মহিলা বিমান চালক অ্যাসোসিয়েশনের প্রধানও হরপ্রীত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code