Latest News

6/recent/ticker-posts

Ad Code

গীতা মাহালিকে (রাজু মাহালির স্ত্রী) রাজ্য পুলিশের হোম গার্ডের পোস্টে নিয়োগপত্র দিলো রাজ্য সরকার

গীতা মাহালিকে (রাজু মাহালির স্ত্রী) রাজ্য পুলিশের হোম গার্ডের পোস্টে নিয়োগপত্র দিলো রাজ্য সরকার 




সুজাতা ঘোষ , বাগডোগরা :

গত কয়েকবছর আগে রাজু মাহালির বাড়িতে গিয়েছিলেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং সেই পরিবারে তিনি পাত পেড়ে খেয়ে যাবার সময় হতদরিদ্র এই পরিবারটির জন্য সরকারিভাবে সাহায্য করবার কিছু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন । কিন্তু আজ ও সেই প্রতিশ্রুতি বাস্তবিক রূপ পায়নি  । 

ফাইল চিত্র 


পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি মতো আজ রাজ্য সরকারের উদ্যোগে জেলা সভাপতি রঞ্জন সরকারের উপস্থিতিতে নকশালবাড়ির কোটিয়া জোতের গীতা মাহালিকে (রাজু মাহালির স্ত্রী) রাজ্য পুলিশের হোম গার্ডের পোস্টে চাকরি দেওয়া হয়। স্থানীয় আরো কিছু তৃণমূলের বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে নকশালবাড়ি থানায় নিয়োগ পত্র তুলে দেন নকশালবাড়ি থানার ওসি। 



এদিন গীতা মাহালি নিয়োগপত্র পেয়ে ধন্যবাদ জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code