বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্যের নজির রাকেশ,সুনন্দা, পিউ,সপ্তপর্নিদের।বিগত ১৩ই সেপ্টেম্বর ব্রেনের একটি দুরারোগ্য রোগে মারা যায় আলিপুরদুয়ার কালীবাড়ির বাসিন্দা,বছর ২৯ এর পূর্ণিমা ঘোষ।শনিবার তাঁর ৩০ তম জন্মদিনে তাঁর স্মৃতির উদ্দেশ্যে পানবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৩ মাইল এলাকার প্রায় ৮০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল ও কিছু শুকনো খাওয়ার তুলে দিলেন পূর্ণিমার বন্ধু-বান্ধবীরা।রাকেশ,সপ্তপর্নি, পিউ,সুনন্দা ছাড়াও এদিনের এই উদ্যোগকে আর্থিক ভাবে সহযোগিতা করে সুদীপ্তা, সঞ্জয়,সঞ্জীবন,বিট্টু,সূরজ মত ক্লাসমেটরা।
পূর্নিমার মৃত্যুর পর তাঁর প্রথম জন্মদিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ওর বন্ধুদের কাছে।তাই তারা ঠিক করে নিজেদের উদ্যোগে তারা অর্থ সংগ্রহ করে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবে তারা।খোঁজ মেলে পানবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই ২৩ মাইল গ্রামের বনাঞ্চলের গভীরে থাকা এই মানুষগুলির দুর্দশার কথা লোক মানুষের অগোচরে থাকায়,তারা ঠিক করে কম্বল ও কিছু শুকনো খাওয়ার পৌঁছে দেওয়ার।
সেই মত এদিন তারা ওই গ্রামে যান এবং মানুষদের মধ্যে তারা এই অনুষ্ঠান পালন করেন।এদিনের এই বিতরণী অনুষ্ঠানে পূর্ণিমার বন্ধুরা ছাড়া তাঁর মা মনিকা দেবীও উপস্থিত ছিলেন।এই প্রবল শীতে নতুন কম্বল ও শুকনো খাওয়ার পেয়ে খুশি ২৩ মাইল গ্রামের আবাল-বৃদ্ধ সকলেই।পাশাপাশি পূর্ণিমার আত্মার শান্তি কামনায় দুস্থদের পাশে থাকতে পেরে আবেগপ্রবণ ওর বন্ধুরা।
প্রয়াত বান্ধবীর জন্মদিনে অভিনব উদ্যোগ বন্ধু- বান্ধবীদের
Posted by Sangbad Ekalavya on Saturday, November 21, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊