Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদিবাসী জনগোষ্ঠীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বীর বিরসা মুন্ডার জন্মদিবস পালন করল ABVP


আদিবাসী জনগোষ্ঠীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বীর বিরসা মুন্ডার জন্মদিবস পালন করল ABVP

১৫ ই নভেম্বর ( রবিবার) ঝাড়গ্রামে সেবায়তন রোডে পালন হল  পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বীর বিরসা মুন্ডার জন্মদিবস। এই দিনটিকে আমরা জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করি। 


এদিন ABVP-র ঝাড়গ্রাম জেলার পক্ষথেকে পালন করা হলো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ঝাড়গ্রাম জেলার জনজাতি প্রমুখ মাননীয় কচি রাম টুডুর নেতৃত্বের । 



এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিদ্যার্থী পরিষদ এর সহ সংযোজকা ঋতু মিশ্র এবং ঝাড়গ্রাম নগর সভাপতি পীযূষ বেরা এবং অন্যতম কার্যকর্তা রনজিত সেন এবং আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code