১৫ ই নভেম্বর ( রবিবার) ঝাড়গ্রামে সেবায়তন রোডে পালন হল পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বীর বিরসা মুন্ডার জন্মদিবস। এই দিনটিকে আমরা জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করি।
এদিন ABVP-র ঝাড়গ্রাম জেলার পক্ষথেকে পালন করা হলো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ঝাড়গ্রাম জেলার জনজাতি প্রমুখ মাননীয় কচি রাম টুডুর নেতৃত্বের ।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিদ্যার্থী পরিষদ এর সহ সংযোজকা ঋতু মিশ্র এবং ঝাড়গ্রাম নগর সভাপতি পীযূষ বেরা এবং অন্যতম কার্যকর্তা রনজিত সেন এবং আরো অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊