Latest News

6/recent/ticker-posts

Ad Code

SBI-এ ২০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, এখনি আবেদন করুন

SBI-এ ২০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, এখনি আবেদন করুন 



স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবোশনারি অফিসার পদে ২০০০ শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্নাতক যোগ্যতা এই পদে আবেদন করা যাবে। ১৪ই নভেম্বর বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই। 


সংস্থা - স্টেট ব্যনাগক অফ ইন্ডিয়া 

পদ - প্রবোশনারি অফিসার

শূন্যপদ- ২০০০

আবেদনের শেষ তারিখ - ৪ ডিসেম্বর ২০২০

বয়স সীমা- ০১/০৪/২০২০ অনুসারে ২১ থেকে ৩০বছরের মধ্যে 

আবেদন ফি- জেনারেল/ ওবিসি ৭৫০/- টাকা, এসসি/ এসটি/ পিএইচ- ০০/ টাকা 


শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ / যারা স্নাতকস্তরের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন।


তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া শুরু হবে ৩১ ডিসেম্বর। পরীক্ষা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

OFFCIAL NOTIFICATION -


FOR APPLY- 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code