স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবোশনারি অফিসার পদে ২০০০ শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্নাতক যোগ্যতা এই পদে আবেদন করা যাবে। ১৪ই নভেম্বর বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই।
সংস্থা - স্টেট ব্যনাগক অফ ইন্ডিয়া
পদ - প্রবোশনারি অফিসার
শূন্যপদ- ২০০০
আবেদনের শেষ তারিখ - ৪ ডিসেম্বর ২০২০
বয়স সীমা- ০১/০৪/২০২০ অনুসারে ২১ থেকে ৩০বছরের মধ্যে
আবেদন ফি- জেনারেল/ ওবিসি ৭৫০/- টাকা, এসসি/ এসটি/ পিএইচ- ০০/ টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ / যারা স্নাতকস্তরের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন।
তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া শুরু হবে ৩১ ডিসেম্বর। পরীক্ষা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
OFFCIAL NOTIFICATION -
FOR APPLY-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊