সিনেপ্রেমিদের ঘুম উড়াচ্ছে নোরা ফাতেহি

credit:twitter



সিনেপ্রেমিদের ঘুম উড়াচ্ছে নোরা ফাতেহি। জন্ম সূত্রে কানাডিয়ান হলেও হৃদয়ে ভারতীয় বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসে একাধারে নৃত্যশিল্পী-মডেল অপরদিকে অভিনেত্রী-গায়িকা বছর ২৮ এর এই হার্টথ্রব। 
credit:twitter




সম্প্রতি Tseries Music এ প্রকাশিত নাচ মেরি রানি গানের নাচে মুগ্ধ নেট জগত। 81,364,862 ভিউ পার করেছে এই গানের নাচ। প্রায় ৩ মিলিয়ান লাইক হয়েছে ইতিমধ্যেই। 



credit:twitter
নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়। তবে রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়।

এরপর আর থেমে থাকতে হয়নি নোরাকে। তবে নোরার স্বপ্ন ভালোবাসার প্রিয় মানুষ ঋত্বিক রোশনের সাথে অভিনয়।